বিজ্ঞানের জন্য


উড়াল পাখি

সাকিব খান ইয়াসিন


যাইবে যে সে রাখিস না ঘরে

উড়তে তাকে দে,

দুই ডানা তার ক্লান্ত হলে

বুঝবে তুমি তার কে ছিলে।

ভোরের ফুলটা শিশির জলে

খুব সুন্দর তো ঠিকই থাকে,

বিকেল বেলায় সবকটা ফুল

নিজেই ঝড়তে থাকে!


দুই পাজড়ে রাখছো যারে

তার মনের মতো আদর করে

সে কি করে বুঝবে -

কষ্ট কাকে বলে?

তাইতো সে চায় ডানা মেলে উড়তে।

দুই ডানা তার ক্লান্ত হলে-

বুঝবে তুমি তার কে ছিলে।

Post a Comment

Previous Post Next Post