বিজ্ঞানের জন্য

শাহতলীর ইয়ংস্টার বাইকারদের ভ্রমণের দৃশ্য

আপনি খুব ঘুরে বেড়াতে পছন্দ করেন? একা একা? নাকি কোন প্রিয় বন্ধুর সাথে? অথবা কোন গ্রুপের সাথে মিশে ঘুরে আসেন দূর কোথাও থেকে? সবচেয়ে আনন্দময় হয় কোন সময়টা, বলুন তো? নিশ্চয়ই বন্ধুদের সাথে? হ্যাঁ, আমরা সবচেয়ে বেশী উপভোগ করি বন্ধুদের সাথে সময়টাকে।

বন্ধু না হলে আমাদের যেন চলেই না তার আসল আসল কারণ হলো-
বন্ধুদের সাথে ভ্রমণে আনন্দ বেড়ে যায় বহুগুণে। বন্ধুরা মিলে এমন অনেক কিছু করা যায় যা অন্যদের সাথে করা যায় না। বন্ধু মানেই নিঃসঙ্কোচ আনন্দ। বন্ধু মানেই নানান রোমাঞ্চকর কাজে পা বাড়ানো। আস্থার হাতটা ধরে অজানাকে জানতে বেরিয়ে পড়াই বন্ধুত্ব। ব্যস্ততার মাঝে যে আপনি হারিয়ে গেছেন সেই আপনি আবার প্রকাশিত হন বন্ধুর হাত ধরে। বন্ধুদের মাঝেই খুঁজে পাওয়া যায় সেই সময় যখন ছিল দায়িত্বের বোঝা, জীবন ছিল নিশ্চিন্ত, বাধাহীন। তাই এই সময়টায় যেন আবারো নিজের মুখোমুখি হওয়া যায়। প্রশ্ন করা যায় কোথায় যেতে চেয়েছিলাম আমি? কোথায় আছি এখন? বন্ধুর সাথে সময়টা যেন নিজের স্বপ্নের সাথে করা পুরোনো সব প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়।

শাহতলী ডটকমের পাঠবদের উদ্দেশে রুম্মান ভাইয়ের ক্যামেরায় ভ্রমণ পিয়াসু শাহতলীর একঝাঁক বাইকারে ভ্রমণের খন্ডচিত্র তুলে ধরা হলো...
শাহতলীর ইয়ংস্টার বাইকারদের ভ্রমণের দৃশ্য

No description available.
মতলব ধনাগোদা নদীর তীরে
No description available.
কক্সবাজার মেরিন ড্রাইভে

No description available.
মাস্টার বাজার এর কাছে
No description available.
মতলব ধনাগোদা নদীর তীরে

পৃথিবী একটা বই আর যারা ভ্রমণ করে না তারা বইটি পড়তে পারে না।  মার্ক টোয়েন এভাবেই বলেছেন- আজ থেকে বিশ বছর পর আপনি এই ভেবে হতাশ হবেন যে,আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি। তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন। আবিষ্কারের জন্য যাত্রা করুন, স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন।

এমন দৃশ্যের জন্য এর আলোকচিত্র রুম্মান ভাইকে ধন্যবাদ।


Post a Comment

Previous Post Next Post