বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সলোমন দ্বীপপুঞ্জের যোগাযোগ মন্ত্রী পিটার শ্যানেল আগোভাকা সাময়িকভাবে ফেসবুক নিষিদ্ধ করার জন্য একটি খসড়া পরিকল্পনা চলতি সপ্তাহেই তৈরি করবেন। এছাড়া দেশটির বিভিন্ন ইন্টারনেট সরবরাহকারীদের সঙ্গেও কীভাবে ফেসবুক সাময়িকভাবে নিষিদ্ধ করা যায় তা নিয়ে বৈঠক করে যাচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ সরকার।
এদিকে ফেসবুক জানিয়েছে যে তারা সলোমন দীপপুঞ্জের সরকারের সঙ্গে বৈঠক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সলোমন দ্বীপপুঞ্জ (ইংরেজী Solomon Islands সলমন্ আইল্যান্ড্জ়্) প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত।
Post a Comment