বিজ্ঞানের জন্য

চাঁদপুর জেলাশহরের অদূরে ওয়ারলেস বাজারের প্রাণকেন্দ্রে "We work as a skilled mariner" এই স্লোগানকে সামনে রেখে শুভ উদ্বোধন হয়েছে স্পেশাল ক্যাডেট হোষ্টেল "Mariner Corner Palace"

স্পেশাল ক্যাডেট হোষ্টেলটি গত শুক্রবার ১৫ জানুয়ারি ফিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন আল-আরাফাহ হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা শরীফ উদ্দিন পাটওয়ারী। এসময় হোস্টেল ম্যানেজমেন্টের কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষী, হোস্টেলের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অত্র মেরিনার কর্ণার প্যালেসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা যায়, প্রতিষ্ঠানটি বর্তমানে ৭ জন ক্যাডেট নিয়ে অগ্রযাত্রা শুরু হলো। হোস্টেলের প্রত্যেক সদস্যের জন্য রয়েছে ব্যক্তিগত বেড , রিডিং টেবিল , ফাইল কেবিনেট, বুক সেলফ। এছাড়াও শারীরিক ও মানসিক ভাবে স্ট্রং থাকার জন্য রয়েছে জীমের ভিবিন্ন সরঞ্জাম। সামনের সময়ে আরো বড়ো পরিসরে বাড়বে এই প্রতিষ্ঠানটি। দেশের আরো ৫ টি জেলাতে এভাবে গড়ে উঠবে "Mariner Corner Palace। পরিশেষে কর্তৃপক্ষ তাদের এই কাজ কে যেন দেশব্যাপী আরো বেগবান করে তুলতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

1 Comments

Post a Comment

Previous Post Next Post