শাহতলী
শাহতলী মূলত একটি ঐতিহ্যবাহী গ্রাম/জনপদের নাম। এটি চাঁদপুর শহরের ৬ মাইল পুর্বে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অবস্থিত। বাগদাদ থেকে আগত (ঊনবিংশ শতাব্দীতে) দরবেশ শাহ মোহাম্মদ সাহেবের নামে অত্র এলাকাটি শাহতলী নামে পরিচিত হয়েছে। তিনি সুলতান ফিরোজ শাহের রাজত্বকালে ধর্ম প্রচারের জন্য এ অঞ্চলে এসেছিলেন এবং সুলতানের নিকট থেকে নিস্কর জমি'ও লাভ করেছিলেন।
Post a Comment