মুক্ত হই
বারী লুৎফুর
ভাটফুল
মনে হয় সব খুলে
মুক্ত হই আমি
অমাবস্যার রাতে।
ভারহীন নিরাভরন।
অতীত বর্তমান খুলে
নিস্তব্ধ নিস্তরঙ্গ উদ্বেগহীন।
সোনালী রুপাল অতীত
পাঁক পঙ্কিল অতীত।
অথবা যন্তনাময় বর্তমান।
দিগম্বর মাথার স্নায়ু
শিরা উপশিরা।
কিচ্ছু নেই ছিলনা কিছু
শূণ্য আর শূন্য ।
আবার শুরু হোক
আলোময় হোক।
Wow. The presentconditions of many people are described here
ReplyDeletePost a Comment