এম.এ.শাকুর || আজ ২০ জুন চাঁদপুর জেলার কৃতী সন্তান, সদর উপজেলার শাহ্তলী নিবাসী, বিশিষ্ট শিক্ষাবিদ বহু প্রতিষ্ঠানের রূপকার শাহ্তলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর ৪৫তম মৃত্যুবার্ষিকী। (২০ জুন ২০২০ইং শুক্রবার)
১৯৭৫ সালের আজকের এই দিনে ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ'বছর করোনা ভাইরাসের কারণে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কর্মসূচী গ্রহন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে :
সদর উপজেলার শাহ্তলী জিলানী চিশ্তী কলেজ মিলনায়তনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কলেজ মসজিদে কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, কলেজ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকুরি করেছিলেন। চাকুরিকালীন তিনি বেশ সততার সাথে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা প্রসারের জন্যে নিজের বহু অর্থ সম্পদ ও জমি দান করে গেছেন। তিনি শাহতলী কামিল মাদ্রাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০নং মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। শিক্ষা বিস্তারে অবদান রাখায় তৎকালীন সরকার তাঁকে গোল্ড মেডেল ও রুশদী উপাধিতে ভূষিত করেন।
উল্লেখ্য, শিক্ষাবিদ মরহুম মাওলানা এ. টি. আহমেদ হোসাইন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, এবং শাহতলী কামিল মাদরাসার সহসভাপতি সোহেল রুশদীর দাদা।
শিক্ষাবিদ মরহুম এ টি আহমেদ হোসাইন রুশদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা শাহতলী ডটকম পরিবার এই মহান মানুষ টিকে শ্রদ্ধারসাথে সরণ করছি এবং উনার রুহের মাগফিরাত কামনা করছি। আমিন।
১৯৭৫ সালের আজকের এই দিনে ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ'বছর করোনা ভাইরাসের কারণে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কর্মসূচী গ্রহন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে :
সদর উপজেলার শাহ্তলী জিলানী চিশ্তী কলেজ মিলনায়তনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কলেজ মসজিদে কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, কলেজ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকুরি করেছিলেন। চাকুরিকালীন তিনি বেশ সততার সাথে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা প্রসারের জন্যে নিজের বহু অর্থ সম্পদ ও জমি দান করে গেছেন। তিনি শাহতলী কামিল মাদ্রাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০নং মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। শিক্ষা বিস্তারে অবদান রাখায় তৎকালীন সরকার তাঁকে গোল্ড মেডেল ও রুশদী উপাধিতে ভূষিত করেন।
উল্লেখ্য, শিক্ষাবিদ মরহুম মাওলানা এ. টি. আহমেদ হোসাইন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, এবং শাহতলী কামিল মাদরাসার সহসভাপতি সোহেল রুশদীর দাদা।
শিক্ষাবিদ মরহুম এ টি আহমেদ হোসাইন রুশদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা শাহতলী ডটকম পরিবার এই মহান মানুষ টিকে শ্রদ্ধারসাথে সরণ করছি এবং উনার রুহের মাগফিরাত কামনা করছি। আমিন।
Post a Comment