বিজ্ঞানের জন্য

৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চূড়ান্ত ফলাফলে ২ হাজার ২০৪ জন প্রার্থী ক্যাডার পদের জন্য উত্তীর্ণ হয়।
মঙ্গলবার (৩০ জুন) পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

এদিন কমিশনের বিশেষ সভায় ফল অনুমোদন করা হয় বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আইম নেছার উদ্দিন।

এই বিসিএসে আবেদন করেছিলেন মোট তিন লাখ ৪৬ হাজার ৪৪৬ জন। এদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় ৮ হাজার ৩৭৭ জন উত্তীর্ণ হন।

এরপর দুই হাজার ২০৪ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করে পিএসসি। তাদের মধ্যে এক হাজার ৬১১ জন পুরুষ এবং ৫৯৩ জন নারী রয়েছেন।

সুপারিশ প্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে রয়েছেন ৩০৬ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, কর ক্যাডারে ৩৫ জন, নিরীক্ষা ও হিসাবে ৪৫ জন, আনসার ক্যাডারে ৩৮ জন, কৃষিতে ২৪১ জন, মৎস্যে ২০ জন, স্বাস্থ্যে ২৯১ জন, পশুসম্পদ ক্যাডারে ৮৫ জন, বন ক্যাডারে ২২ জন, গণপূর্তে ৯৭ জন, সাধারণ শিক্ষা ও কারিগরি ক্যাডারে ৭৬৮ জন।

ফল পাওয়া যাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে।

Post a Comment

Previous Post Next Post