বিজ্ঞানের জন্য


"মায়ের মতো বন্ধু নাই"

আরমান হোসাইন

  

এখানে ভীষণ দুঃখ পেলে 

পাশে থাকেন মা জননী,

অন্যরা সব হিসেব কষে

কার কাছে কে কত ঋণী।

এখানে তুমি রুগ্ন হলে-

ভীষণ জ্বরে ফাটলে গা,

পাশে তোমার কেউ না থাকুক 

ঠিক-ই থাকেন প্রিয় মা।

প্রভুর দ্বারে তোমার তরে 

প্রার্থনাতে কাঁদেন যিনি, 

এখন তারেই পর করেছ

শুনে বউয়ের কানপড়ানি।

তোমার ক্ষতি হলে মায়ের 

থাকতো না আর হুশ,

উড়তে শিখে এখন তুমি 

খোঁজ সে মা'র দোষ?

মা কখনো চায় না ক্ষতি

ইচ্ছাকৃত সন্তানের,

হলেও কভু অজ্ঞতা আর

ভুল করেই হয় তাদের।


তোমার যখন শক্তি-বল

বাক্ ছিলোনা মুখে,

কান্না শুনে ছুটতো মা'য়ে

কাজগুলো সব রেখে।

আজকে তাহার খোঁজ রাখো না

ব্যস্ত ভীষণ কাজে,

বৃদ্ধাশ্রমে জায়গা পেয়ে 

যায় মরে সে লাজে।

তোমার তরে যৌবনে যে

সব কিছু রে করলো ত্যাগ-

সাঁজের বেলায় সে দুঃখিনী 

মায়ের চোখে অশ্রু দেখ্।

সুসময়ে অনেক বন্ধু পেলেও তুমি ভাই-

মায়ের মতো বন্ধু এমন এ ধরাতে নাই।

Post a Comment

Previous Post Next Post