বিজ্ঞানের জন্য


ফিরে পাবোনা

ইয়াসিন সাকিব


কবিতা লিখে যদি তোমায় পেতাম-

তবে এক মহা কাব্য রচনা করিতাম।

প্রতিটি গল্পের মাঝে শুধু তোমায় বলিতাম,

প্রতি ছবির মাঝে শুধু তোমারে আঁকতাম।


আজ জেনে গেছি তুমি আসবে না, 

তাই তো আর তোমায় নিয়ে ভাবছি না,

তোমার চেয়ে ভালো আমার 

গভীর রাতের চাঁদের আলো,

তোমার নেশা কেটে যায় আমার 

দেখলে রাতের ঝোনাকি,

তোমায় ভেবে যেমনি ছিলাম

তার চেয়ে এখন বেশ ভালোই আছি।


তোমায় খুজে রাস্তা আমার 

ছিলো শুধু আঁকা বাঁকা

তোমায় বিহনে একলা পথে 

রাস্তা বড়ই সোজা!


রোজ রাইতে তোমায় ভেবে 

ঘুম যেতাম আর কই ?

তুমি বিহনে নিরব রাতে 

নিত্য সুখেই রই।

Post a Comment

Previous Post Next Post