২ কোটিতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর ইভ্যালি
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর ছিল বেক্সিমকো। এবার টাইগারদের টিম স্পন্সর ও কিট স্পন্সর হয়েছে বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন কিট স্পন্সরের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন, এমডি মোহাম্মদ রাসেল, মার্কেটিং হেড আরিফ আর হোসাইন।
আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে ইভ্যালি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ২ কোটি টাকার চুক্তি করেছে ইভ্যালি।
নিউজিল্যান্ডের উদ্দেশে আগামীকাল মঙ্গলবার বিকেলে দেশ ছাড়বে টাইগাররা। আগামী ২০ মার্চ ডুনেডিনে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি।
সিরিজের বাকি দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ক্রাইস্টচার্চে ২৩ ও ওয়েলিংটনে ২৬ মার্চ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু সকাল ৭টায়। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুইদল। আগামী ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে।
সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ারে ৩০ মার্চ ও অকল্যান্ডে ১ এপ্রিল। ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।
Post a Comment