বিজ্ঞানের জন্য


বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের সংখ্যাও। বিশ্বের প্রায় সব টেস্ট খেলুড়ে দেশই এখন আয়োজন করছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

যার মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ইত্যাদি। এসব লিগের মধ্যে কোনটি সেরা? তা নিয়ে হরহামেশাই চলে নানান আলোচনা।

এবার সে আলোচনায় যোগ দিলেন পিএসএলের দল লাহোর কালান্দারসের অধিনায়ক সোহেল আখতার। তার মতে, বিশ্বের অন্যান্য যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের চেয়ে খেলার মানের দিক থেকে পিএসএল অনেক এগিয়ে।

নিজের এমন মন্তব্যের পেছনে যুক্তি দেখিয়ে সোহেল বলেন, ‘বিশ্বের অন্যান্য যেকোনো টি-টোয়েন্টি লিগের পিএসএলের মান অনেক বেশি। বোলিং, ব্যাটিং কিংবা উইকেটের কোয়ালিটি অনেক ভালো এবং কোনো দলকেই আপনি হালকাভাবে নিতে পারবেন না।’

পিএসএলের গত আসরে রানার্সআপ হয়েছে লাহোর কালান্দারস। এবার শিরোপার দিকে চোখ রেখেই এগুতে চায় তারা। নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়কের ভাষ্য, ‘আমরা আবারও চেষ্টা করব ইতিবাচক ক্রিকেট খেলার। আশা করব ফলাফল আমাদের পক্ষেই আসবে।’

তিনি আরও যোগ করেন, ‘গত মৌসুমের মতো এবারও আমাদের দলে কিছু মূল ক্রিকেটার রয়েছে। পাশাপাশি আমাদের দুর্বলতার জায়গাগুলোতেও আমরা নজর দিয়েছি। ডেভিড উইসে, বেন ডাঙ্ক এবং সামিত প্যাটেল গত আসরে দারুণ পারফরম্যান্স। এবারও তারা আমাদের মূল খেলোয়াড় হতে চলেছে।’

আগামী ২০ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস। প্রথম দিন হবে এই একটি ম্যাচই। এর আগে থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

লাহোর কালান্দারসের প্রথম ম্যাচ টুর্নামেন্টের দ্বিতীয় দিন। রোববার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ৩টায় ২০১৭ সালের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির বিপক্ষে খেলবে গত আসরের ফাইনালিস্টরা।

Post a Comment

Previous Post Next Post