বিজ্ঞানের জন্য

কাউছার খান || শেখ নাছিমা বেগম ওপেন স্কাউটস গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প ২০২০ ইং শনিবার (২৬শে ডিসেম্বর) বলাখাল জে.এন কারিগরি উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। রেজিস্ট্রেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ও কাব স্কাউট লিডার কাউছার খান এর পরিচালনায় শুভ উদ্বোধন ঘোষনা করেন  হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, "স্কাউটিং ছাত্রজীবনে উন্নয়নের হাতিয়ার। স্কাউটিং সমাজকে আলোর পথ দেখায়, মাথা উচু করে বাচতে শেখায়। ২০২১ সালের মধ্যে ২১ লক্ষ দক্ষ স্কাউট সদস্য তৈরি করতে সরকার বদ্ধপরিকর। আমি শেখ নাছিমা বেগম ওপেন স্কাউটস গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পের সফলতা কামনা করছি।" 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা কমিশনার মোঃ গোলাম সারোয়ার, বাংলাদেশ স্কাউটস হাজীগঞ্জ উপজেলা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

উক্ত অনুষ্ঠানে উদ্ভোধনী গ্রান্ড ইয়েল ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গ্রুপের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। 

এসময় গ্রুপের নির্বাহী সদস্যগন, স্কাউট ও কাব দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পের রোভারদের একাংশ

Post a Comment

Previous Post Next Post