এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বাইডেন এগিয়ে আছেন। কিন্তু, ফলাফল দেওয়া বাকি থাকা রাজ্যগুলো থেকে ট্রাম্পের এগিয়ে থাকার আভাস পাওয়া যাচ্ছে।
ভোটের চেহারা বদলে দেওয়ার মতো অঙ্গরাজ্যগুলোর মধ্যে নেভেদার ইলেকটোরাল ভোট ৬ এবং আরিজোয়ানার ১১। এই দুটি রাজ্যে বাইডেন এগিয়ে রয়েছেন। অপরদিকে ক্যারোলিনার ইলেকটোরাল ভোট ১৫টি, জর্জিয়ার ১৬টি, উইসকনসিনের ১০টি, পেনসেলভেনিয়ায় ২০টি, মিশিগানের ১৬টি। এই রাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
জয়ের জন্য বাইডেনের প্রয়োজন ৪৬ টি এবং ট্রাম্পের ৫৭টি ইলেকটোরাল ভোট।
সে হিসেবে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের সঙ্গে এগিয়ে থাকা পাঁচটি রাজ্যের মোট ৭৭টি ইলেকটোরাল ভোট যোগ হয়ে গেলেই কাঙ্ক্ষিত ২৭০ এর নাগাল পেয়ে যাবেন ট্রাম্প।
তবে, বাইডেনের এগিয়ে থাকা রাজ্য দুটিতে ভোট রয়েছে মাত্র ১৭টি।
Post a Comment