বিজ্ঞানের জন্য

ফিটনেস ধরে রাখতে যুক্তরাষ্ট্রে ঘাস কাটছেন সাকিব আল হাসান

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হতে চলেছে চলতি মাসেই। আর বাকি মাত্র কয়েকটা দিন। এরপরই মুক্তি মিলবে এই টাইগার অলরাউন্ডারের। ২৯ অক্টোবর শেষ হবে আইসিসির নিষেধাজ্ঞা। তবে ক্রিকেটে ফিরতে লাগবে ফিটনেস। মাঠে খেলা না থাকলেও ফিটনেস ধরে রাখতে হবে। আর তাই নিজেকে ধরে রাখতে এবার ঘাস কাটা শুরু করেছেন এই অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব বাসার সামনে মেশিন দিয়ে ঘাস কাটছেন। এমন একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির। ফিটনেস ধরে রাখার জন্য সাকিব এই কাজ করছেন বলে লিখেছেন তিনি। শিশির লিখেছেন, 'এই সময় ফিটনেস ধরে রাখতে হবে।'

নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার কথা ছিল সাকিবের। এ জন্য নিজেকে প্রস্তুত করতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে বিকেএসপিতে অনুশীলনও শুরু করেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু শেষ পর্যন্ত লঙ্কা সিরিজ স্থগিত হয়।

যে কারণে আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। আগামী নভেম্বরের করপোরেট লিগের মাধ্যমে মাঠে ফেরার কথা রয়েছে সাকিবের।

Post a Comment

Previous Post Next Post