ও পারেতে বিষটি এলো,
ঝাপসা গাছপালা,
এ পারেতে মেঘের মাথায়
একশ মানিক জ্বালা।
এ পারেতেও আকাশ ওমন,
ঝরবে বুঝি এই,
আধার গুলো জ্বালিয়ে দিয়ে,
আনবে ভোরের খেই!
ঝাপসা গাছপালা,
এ পারেতে মেঘের মাথায়
একশ মানিক জ্বালা।
এ পারেতেও আকাশ ওমন,
ঝরবে বুঝি এই,
আধার গুলো জ্বালিয়ে দিয়ে,
আনবে ভোরের খেই!
গরম চায়ের সাথে মোঃ তোফায়েল আহমদ এর মেঘনা ভ্রমণ।
গরম চায়ের পেয়ালা |
মেঘনায় পড়ন্ত বিকেল |
মেঘনা নদীর এক তীরে থেকে অন্য তীর |
মোঃ তোফায়েল আহমদ
Post a Comment