বানের জলে সুখ ভাসে
কাউছার খান
পদ্মা মেঘনার প্রবল উন্মাদনায়,
ভাঙ্গা গড়ার খেলায় চলছে ধ্বংসলীলা
কত বাড়িঘর, শত মাইল চর,
ভাসে নদীর জলে, নেই তার হীললা।
তালুকদারের জমিজমা গেল,
ছকিনা বিবির গেল বসতঘর
আহারে জীবন! ধনী হলো গরিব
আপনা মানুষ হল পর।
স্কুল ছাত্র রফিকের স্বপ্ন ভেঙ্গে চুরমার,
ভেসে গেল স্কুল নদীর অথৈ জলে,
আহা! সে কথা ভাবতেই চোখ টলমলে।
কি করে হবে সে ডাক্তার, বিজ্ঞেনী
কৃষক করিম মিয়ার বোনা স্বপ্নের বীজ,
বানের পানিতে ভাসিয়ে নিল বহুদূর,
ভাঙ্গে কষ্টের সাজানো সুখের ঘর।
সোনালী ফসলে কত স্বপ্ন ধুলোয় মিশে,
জোয়ারের পানিতে সুখ ভেসে যায়,
ভাটায় তাহাদিগকে দুঃখ ভোলায়,
জরাজীর্ণ জীবনে কত হিসেবের খাতা
বেলাশেষে ঠাই পায় স্মৃতির পাতায়।
Post a Comment