বিজ্ঞানের জন্য

আমিও আকাশ দেখি
আরিফ নজরুল

 দ্যাখো, পূর্ব আকাশে কুসুম আলো নিয়ে সুর্যনগর
মাটিফুরে গাছের চারা উঁকি দিচ্ছে যেমন কুরাইল্লা পাখির ছানা উঁকি দিয়ে পৃথিবী দ্যাখে
আমিও দেখি আকাশ নদী প্রকৃতি মৃত্তিকা ফসলের জমি
যেখানে লাঙ্গলের ফলা এগিয়ে যায় মাটি ফেড়ে।

এই সোনালি সকাল পাখিডাকা ভোর হিজল তলায় মখমল বেছানো দৃশ্য
বৃষ্টি স্নানে পৃথিবী নিরোগ হয়েছে
কোথায় মহামারি এ শুধু কালের ইতিহাস
শাপলার বিল উৎসব আয়োজনে সেজেছে বর্ণিল।

তোমার ঠোঁটের স্পর্ষ মরে গেছে মহামারি ভাইরাস
পথে প্রান্তরে হাতে রেখে হাত জল ময়ূরের পেখম
সবুজ কাশবেন বাবুই মুনিয়া নাচে রোমান্টিক দক্ষিণ হাওয়ায়
নিঃশ্বাস নেই প্রাণভরে মুক্ত বাতাসে মুক্ত পথে।

সাগরের ঢেউয়ে সোনালি ডলফিন সেলাই করে যেন নকশিকাঁথা
গাঙচিল ওড়ে প্রেয়সীর ওড়নার মতোই
লাল কাঁকড়ার চরে চোখ আটকে গেলো
মানব জনম পূর্ণতা পেলো দ্বিতীয় জন্মে
মানুষের মুক্তি।

Post a Comment

Previous Post Next Post