বিজ্ঞানের জন্য

শাপলা বিলের গাঁও
আরিফ নজরুল

শাপলা তুলি বিলের জলে
ভাসিয়ে তালের নাও
হোগলা বনে ডাহুক ছানা
শাপলা বিলের গাঁও।

জল থৈ থৈ বিলের বুকে
ভাসছে আমার বাড়ি
আসতে পারো জল সড়কে
নিয়ে জলের গাড়ি।

শোল টাকি আর কৈ খাওয়াবো
জিয়োল মাছের ঝোল
টেংরা পুঠি শিং মাগুর আর
খলসে মহাশোল।

কলমি লতা পাঁচমিশালি 
চিংড়ি ঢেঁকি শাক
তালের পিঠা খই মুড়ি তিল
এবং ক্ষেতের আখ।

Post a Comment

Previous Post Next Post