বিজ্ঞানের জন্য

শুভ্রতার প্রত্যাশায়  
মুন্নী আক্তার

বিধাতা আমার কাছে যা চায়!
আমি কি পেরেছি তার চাওয়া পূরণ করতে??
ব্যর্থতায় কাটিয়েছি জীবনভর!

আমি নির্বোধ হয়ে গেছি,
আমি মূক হয়ে গেছি
আমি অন্ধ হয়ে গেছি
আমি বধির হয়ে গেছি!!

আমি পারিনা বুঝতে কুরআনের মমার্থ,
আমি পারিনা ভাঙ্গতে অন্যায়ের দায়ত্ব!
আমি দেখিতে  পাইনা অসত্যের অনলে সত্যকে,
আমি শুনিতে পাইনা অমানবিকতার নিচে মানবতাকে!

নিঃশ্বাস ফুরিয়ে আসতেছে!

পৃথিবীটা এত ছোট হয়ে
আসে কেন?
আকাশ ছোঁয়া স্বপ্নগুলোতে
ইচ্ছে নেই কেন?
গোলাফের কাঁটায় বিদ্ধ হাতে
রক্ত নেই কেন?

উদাসীনতা কি তবে আমাকে গ্রাস করে ফেলেছে?
বিধাতা কি তবে আমার থেকে মুখ ফিরিয়েছে??

উফ!কি বিষাক্ত ভাবনা_

কে আমাকে বিধাতা থেকে এতটা গাফেল করে রেখেছে??
বিবেকের কাছে আজ নিজেই প্রশ্নবিদ্ধ_

কিসে আমাকে এতটা মত্ত করে রেখেছে???
অশ্রুসিক্ত নয়নে লুটিয়ে পড়ি সেজদায়,
এক অনাবিল শুভ্রতার প্রত্যাশায়।

Post a Comment

Previous Post Next Post