শাহতলী-ডটকম || করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশের অসংখ্য মানুষ। এই সংকটকালে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের কিছু সংখ্যক দানশীল ব্যক্তিদের সহযোগিতায় ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমরান খান ইমুর পরিচালনায় স্থানীয় যুবকের সমন্বয়ে ত্রাণ বিতরণ হয়ে আসছে।
|
ব্যতিক্রমী উদ্যোগে মৈশাদী ইউনিয়নে ত্রাণ বিতরণ |
আপনার জন্য আমরা বাহিরে। আপনি ঘরে তো! এই শ্লোগানে চলছে তাদের এই ত্রাণ বিতরণ। অবশ্য ত্রাণের পরিবর্তে তাদের এই সহযোগিতার নাম উপহার।
|
উপহার প্রস্তুত করার দৃশ্য |
তারা বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত যারা লোকলজ্জার কারণে না খেয়ে থাকেন কিন্তু কাউকে কিছু বলতে পারে না সেই পরিবার গুলোর মাঝে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দিচ্ছেন।
করোনা সংক্রমণ রোধে গ্রামের দরিদ্র মানুষগুলোকে ঘরে রাখতেই খাদ্য সহযোগিতার এই উদ্যোগ নেন তারা।
|
উপহার |
এই উপহার কার্যক্রমের পরিচালক মোহাম্মদ ইমরান খান ইমু শাহতলী ডটকম'কে বলেন, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত যারা লোকলজ্জার কারণে না খেয়ে থাকেন কিন্তু কাউকে কিছু বলতে পারে না প্রধানত তাদের জন্য এই উপহারের ব্যবস্থা করা হয়েছে।
|
উপহার পৌছানোর দৃশ্য |
তিনি বলেন ‘খাদ্য সাহায্যের পাশাপাশি গ্রামে জীবাণু রোধে ব্লিচিং পাউডার স্প্রে এবং হাত ধোয়ার ব্যবস্থা করেছি।
তিনি আরো বলেন, আমরা প্রতিদিনই ১০/১৫ টি পরিবারের মাঝে এই উপহার পৌছে দিচ্ছি। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত রেখে আমরা দরিদ্র পরিবারের সদস্যদের কাছে সহায়তা পৌঁছে দিতে চাই।
|
উপহার পৌছানোর দৃশ্য |
সব শেষে তিনি বলেন, যারা এখনো সহায়তা পাননি বা লজ্জার কারণো কারো কাছে চাইতে পারছেন তরা অবশ্যই নিচের এই দুটি নাম্বারে যোগাযোগ করুন।
মোবাইল-
১) 01815570941 ইমরান খান( ইমু)
২) 01638589829 জি এম শাহীন।
বিঃদ্রঃ আপনার পরিচয় সম্পুর্ণ গোপন রাখার দায়িত্ব আমাদের। আপনার জন্য আমরা বাহিরে। আপনি ঘরে থাকুন সুস্থ থাকুন।
|
উপহার পৌছানোরদৃশ্য |
Post a Comment