বিজ্ঞানের জন্য

করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্ত চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার ৭টি মসজিদের খতিব, ইমাম, মুয়জ্জিন ও খাদেমদের মাঝে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সোহেল রুশদী'র ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোহেল রুশদী'র ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ
জনপ্রতি ১০কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার তৈল, ১কেজি ছোলা, আধা কেজি পেঁয়াজ ও ২কেজি করে আলু প্রদান করা হয়েছে।

এ জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ সাংবাদিক সোহেল রুশদী'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উনার এই উদ্যোগ ইতোমধ্যে এলাকার সকলের কাছে প্রশংসনীয় হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সাংবাদিক সোহেল রুশদীর ব্যক্তিগত তহবিল থেকে শাহতলী এলাকার ৬টি সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী ও এলাকায় নিম্মবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত প্রায় ৯০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি করোনার মধ্য দিয়ে শাহতলী এলাকায় নিরবে ধারাবাহিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

Post a Comment

Previous Post Next Post