কাউছার খান || করোনার পরিস্থিতিতে শ্রমজীবি ও দিনমজুর মানুষ ঘরবন্দী হয়ে পড়ায় বিস্তীর্ণ মাঠ পরে রয়েছে কৃষকের পাকা ধান। এরই মধ্যে কালবৈশাখীর হানা এবং বৃষ্টিপাত শুরু হওয়ায় ক্ষেতের ধান গোলায় তুলতে না পেরে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষক।
|
ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগ |
এ সংকট কালীন অবস্থায় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপির অনুপ্রেরনায় এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি ও সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানের নির্দেশনায় বই-খাতা রেখে ঘরে, ছাত্রলীগ কৃষকের তরে এই স্লোগান ধারন করে শ্রমিক সঙ্কটে থাকা এলাকা গুলোতে ধান কেটে কৃষককে সহায়তা করছেন মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা’। মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন মৃধার নেতৃত্বে মৈশাদী ইউনিয়নে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
|
ইউনিয়ন সভাপতি তারেক খান |
কৃষকের এই ধান কাটা কার্যক্রমে অংশ নেন মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম হোসেন, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সহ - সভাপতি জাহিদ হোসেন রাজু, ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাসেল মাঝি, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
|
মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগ |
মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক জানান, করোনা ভাইরাসের কারনে আজ দেশের সাধারন মানুষ তথা কৃষক-শ্রমিক দিশেহারা। মাঠে কৃষকের স্বপ্নের সোনালী ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই কৃষকের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছি।
Post a Comment