বিজ্ঞানের জন্য

আপনি এলাকার নেতা,পঞ্চায়েত,মুরুব্বি,পরিচালক আল্লাহ আপনাকে বিবেক,বুদ্ধি দিয়েছেন
আবেগ নয় বিবেক দিয়ে নিজ নিজ এলাকা পরিচালনা করুন।

সরকার এমনটি বলেনি যে রাস্তা ঘাট সব বন্ধ করে ঘরে বসে থাকুন। রাস্তাঘাট গুলো যে বন্ধ করে দিলেন এমতাবস্থায় যদি
- আপনার এলাকায় আগুন লাগল,ফায়ার সার্ভিস প্রবেশ করতে পারবে ?

- গভীর রাতে একজন জরুরী রোগীকে হাসপাতালে নিতে হবে ,তখন কি হতে পারে ?

- যদি রাস্তাঘাট বন্ধ থাকে তাহলে মালবাহী যানবাহন কিভাবে চলাচল করবে ? খাদ্য কিভাবে পাবেন? আপনার পরিবার কে কি খাওয়াবেন ?

- তাহলে কি আপনি না খেয়ে মরার সিদ্ধান্ত নিয়েছেন.?
- এলাকায় ডাকাতির ঘটনা ঘটলে, পুলিশ ঘটনাস্থলে কিভাবে যাবে?

লক ডাউন মানে রাস্তায় ব্যারিকেট দেওয়াকে বুঝায়নি, লকডাউন মানে নিজেকে ঘরের ভিতরে সুরক্ষিত রাখতে বুঝিয়েছে।

বাসায় থাকুন। নিজে সুস্থ থেকে পরিবারকে সুস্থ রাখুন।

লেখক---
মোঃ মামুনুর রশিদ

Post a Comment

Previous Post Next Post