![]() |
এমরান হোসেন |
এমরান হোসেন
বেলা ফুরাবার আগে
না ফেরার দেশে চলে এসেছি
আসার পথে রক্তাক্ত
এ মুখে বড্ড হেসেছি।
আমি না হয় মৃত্যুকে
হাসিমুখে করেছি আলিঙ্গন
তবে তুই সর্বদা
গোলাপের ঘ্রাণে করিস বিচরণ।
আমি না হয় নিজ হাতে
সাদা কাপড়ে হয়েছি দাফন
তবে কেন তুই বলতে চাসনে
ওই লাল শাড়ির বিবরণ?
আমি না হয় খুব কষ্ট পাই
আগরবাতির ঘ্রাণে
তবে তুই সুখ খুঁজে নিস
মিস্টি সুগন্ধে।
আমার পাশে কাঁদবে স্বজন,
কাঁদবে আমার সব প্রিয়জন
তবে সেদিন তোর আঙিনায়
বাজবে সানাই হাসবে স্বজন।
আমার বিদায়ের অতিথিগুলো
না হয় উপবাস রবে
তোর অতিথিরা সবাই সেদিন
ইচ্ছে মতো খাবে।
আমার না হয় বিদায় হবে
শেষ নামাজের তরে
তোর বিদায়টা হয় যেন
সবে মহানন্দ করে।
আমার বিদায় না হয় হবে
যন্ত্রহীণ এক তরি'তে
তোর বিদায়ে সজ্জিত হউক
ফুল সাজানো গাড়িতে।
আমি না হয় চিরনিদ্রায়
শায়িত হবো না ফেরার বাড়িতে
তবে তুই চির সুখি'হ
নতুন এক গোলাপের পাপড়িতে।
আমি এক জীবন্ত ক্ষত
বিক্ষত রক্তাক্ত লাশ
দয়া করে আর
করিসনে উপহাস।
![]() |
তরুণ কবি এমরান হোসেন |
Post a Comment