বিজ্ঞানের জন্য

স্বপ্ন চাহিদা 
এমরান হোসেন 

আমার স্বপ্নগুলো পদ্মা, মেঘনা, যমুনাতে
মাঝির হাতে, নৌকাতে, বৈঠাতে।

আমার স্বপ্নগুলো কৃষি জমিতে
কৃষকের হাতে, কৃষি ক্ষেতে।

আমার স্বপ্নগুলো কলখানাতে,শ্রমিকের হাতে
শ্রমজীবীদের রক্ত ভেজা ঘামের সাথে। 

আমার স্বপ্নগুলো অটো,সিএনজি,রিকশাতে
খেটে  খাওয়া মানুষের হাতে।

আমার স্বপ্নগুলো শহরের  ওলিগলিতে
এদেশের মাঠে ঘাটে প্রতিটা পল্লীতে।

আমার স্বপ্নগুলো সর্বহারা অসহায়ত্তে
প্রতি লোকমা ডাল ভাতে।

আমি সর্বদা সুখি এ ছোট স্বপ্নগুলোতে
তবে কেন ধনীর অসুখ সারে না অসংখ্য পাওয়াতে।

Post a Comment

Previous Post Next Post