চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লিটন সরকার তার ব্যক্তিগত উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করেন।
এসময় ইউনিয়েন আওয়ামীলীগের সভাপতি লিটন সরকার বলেন, ‘করোনাভাইরাস বিস্তার রোধ মৈশাদী ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করছি। মূল সড়ক সহ বাজার গুলোতে এবং প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে এ কার্যক্রম চলছে ও অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবেলা করতে হলে আপনারা ঘড়ে থাকুন, আপনারাদের খাবার সহ সকল ধরনের সমস্যায় সাহায্য করছেন সরকার এবং তার কিছু সেচ্ছাসেবী বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌচ্ছে দিচ্ছেন । মানুষ যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় সেদিকে লক্ষ রাখার অনুরোধ করেন।
তার এই মহতী উদ্যোগ ইউনিয়নে ব্যাপক প্রশংসিত হয়েছে। সবাই তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
ক্যাপশন→ তাজুল ইসলাম।
Post a Comment