বিজ্ঞানের জন্য


 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সংগঠন এর ২০২২-২৩ সালের কার্যকরি কমিটির ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান(২০১৭-১৮) বিভাগের সফিউল ইমতিয়াজ সিয়াম এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট  (২০১৭-১৮) বিভাগের ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটির পদায়নে অন্যান্যরা হলেন -সহ সভাপতি পদে কাদের মাহমুদ রাজু (অর্থনীতি,২০১৭-১৮),আবু ছায়েদ রিজবী(রাষ্ট্রবিজ্ঞান,২০১৭-১৮), আব্দুর রহমান(পদার্থবিজ্ঞান,২০১৭-১৮),আফনান রবিন (আইন,২০১৭-১৮),অধীর তালুকদার (এসিসিই,২০১৭-১৮) আব্দুল্লাহ আল মামুন (সিভিল,২০১৭-১৮)। যুগ্ম সাধারন সম্পাদক পদে নাজনীন শাওন মিতু।(ফার্মেসী,২০১৭-১৮),অজয় দাস।(ট্যুরিজম,২০১৭-১৮),নাজমুল হাসান অনিক (বিজিই,২০১৭-১৮) মিরহাজুল ইসলাম অপু (ইএসডি,২০১৭-১৮)। সাংগঠনিক সম্পাদক পদে তরিকুল ইসলাম রাকিব(কৃষি,২০১৮-১৯) সাঈদ উৎস।(গণিত,২০১৮-১৯) আবু সাঈদ (ফিসারিজ, ২০১৮-১৯),মো. রাশেদুল ইমলাম (সিভিল, ২০১৮-১৯) আব্দুর রহমান (রসায়ন, ২০১৮-১৯), ওমর ফারুক (পর্দাথ,২০১৮-১৯), সাইদুল ইসলাম মুন্না।(ইইই, ২০১৮-১৯) রিফাত মাহমুদ( সিএসসি, ২০১৮-১৯)। অর্থ সম্পাদক পদে - রেহনুমা সেহেলি কবির সুবনা(আই.আর,২০১৮-১৯) সহ-অর্থ সম্পাদক পদে  - তন্ময় মজুমদার (আই.আর, ২০১৯-২০)।প্রচার সম্পাদক পদে রনি হোসাইন (সিএসসি, ২০১৮-১৯) সহ-প্রচার সম্পাদক পদে সাকাওয়াত হোসেন (কৃষি, ২০১৯-২০)। দপ্তর সম্পাদক পদে -সাহেদ খান (রসায়ন,২০১৮-১৯), সহ-দপ্তর সম্পাদক পদে - কাজী নাজির হোসেন হৃদয় (ইইই,২০১৯-২০)। সংস্কৃতি সম্পাদক পদে - রিয়াজ মোরশেদ (ফার্মেসি,২০১৮-১৯) সহ-সংস্কৃতি সম্পাদক পদে - মো.মানিক হোসেন(ম্যানেজমেন্ট, ২০১৯-২০)। ছাত্রী সম্পাদক পদে - তাজনিন তির্থী (বিএমবি,২০১৮-১৯)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে - ত্রিসাদ অভি (বিজিই,২০১৮-১৯) সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে - নাজমুল হাসান (২০১৯-২০)। সমাজ কল্যাণ সম্পাদক পদে - মাহমুদ হাসান জুনায়েদ (পদার্থবিজ্ঞান,২০১৮-১৯)। পরিবেশ,ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পদে  -সৈকত ইসলাম (এসিসিই, ২০১৮-১৯)

সংগঠনটির নব নির্বাচিত সভাপতি সফিউল ইমতিয়াজ সিয়াম জানান, "চাঁদপুর জেলা ছাত্রকল্যান সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, সমস্যা দূরীকরন ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমরা যেন সংগঠনের কার্যক্রম আরো বেগবান করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করি। "

Post a Comment

Previous Post Next Post