বিজ্ঞানের জন্য

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২০৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৬ হাজার ৮৪২ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯.২১ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৭৫৫টি।

মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৪৬ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। মৃত ২০৩ জনের মধ্যে পুরুষ ১৩২ জন আর নারী ৭১ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৬১ জন মারা গেছেন।

এছাড়া করোনায় খুলনায় ৫৩ জন, চট্টগ্রামে ৩০ জন, রাজশাহীতে ২৭ জন, রংপুর ১৫ জন, ময়মনসিংহে ৭ জন, সিলেটে ও বরিশালে ৫ জন করে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Post a Comment

Previous Post Next Post