চাঁদপুর জেলাধীন শাহতলীর পীর আলহাজ্ব হজরত মাওলানা আবুল বাশার সাহেবের বাড়ির ৩ দিন ব্যাপী ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দি’স্থ আলহাজ্ব হজরত মাওলানা আবুল বাশার পীর সাহেবের বাড়ির ৩ দিন ব্যাপী ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছিল।
প্রতিবছরের ন্যায় এবছরও সারাদেশ থেকে আবুল বাশার পীর সাহেবের হাজার হাজার জাকেরিন, মুরিদান ও ধর্মপ্রাণ মুসুল্লিগণ ঐতিহাসিক বার্ষিক মহফেলের ময়দানে উপস্থিত হয়েছেন। আজ মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে নতুন ছবক নিয়ে সারা দেশ থেকে আগত মুসুল্লিগণ মাহফিল স্থল ত্যাগ করৈন।
শাহতলীর পীর সাহেবের মাহফিলে আগত মুসল্লিরা স্থানীয়দের কাছে অনেক সম্মান ও মর্যাদা। এলাকাবাসী মনে করেন এসব মেহমান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নেয়ামত। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পাশ্ববর্তী গ্রামের মানুষজন বাড়ি নিয়ে বিশেষ সমাদর ও আপ্যায়ন করে থাকেন।
তিনদিন ব্যাপী এ মাহফিলে দেশ বরণ্যে ওলামায়ে কেরাম ঈমান ও আমলের বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
Post a Comment