বিজ্ঞানের জন্য

 


অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার সকালে মেরিন ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেডে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এই কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসীমা বাংলাদেশের অধিকারে আসায় দেশের মানুষের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য নবীন ক্যাডেটদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।


তিনি আরও বলেন, রূপকল্প ২০৪১ ও ডেল্টা প্ল্যান ২১০০ কে মাথায় রেখেই সরকার সব পরিকল্পনা করছে। চট্টগ্রামে মেরিন অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post