বিজ্ঞানের জন্য


সাকিব আল হাসানের পর আইপিএলে দল পেলেন বাংলাদেশি আরেক তারকা মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে নিলামে উঠানো হয়েছিল কাটার মাস্টারকে। তাকে এই দামেই কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

এর আগে আইপিএলে মোস্তাফিজ খেলেছেন দুটি দলে। ২০১৬ সালে তাকে প্রথম কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। পরের মৌসুমেও এই দলের হয়েই খেলেন মোস্তাফিজ। ২০১৮ আসরে বাঁহাতি এই পেসারকে কিনে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

২০১৬ মৌসুমে আইপিএল অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। টাইগার পেসারকে নিয়ে সেবার শিরোপাও জিতেছিল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ।

প্রথম আইপিএলেই টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলেন মোস্তাফিজ। কোনো বিদেশি ক্রিকেটারের আইপিএলে এই পুরস্কার পাওয়ার কীর্তি সেটিই প্রথম।

মোস্তাফিজকে দলে নেয়া রাজস্থান এবার আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামে কিনেছে ক্রিস মরিসকে। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য থেকে শুরু হওয়া এই প্রোটিয়া অলরাউন্ডারের দাম ১৬ কোটি ২৫ লাখ রুপি পর্যন্ত তুলে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

Post a Comment

Previous Post Next Post