কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি। দশ ওভার দশ বলের অভিনব এ ক্রিকেট টুর্নামেন্টে বসেছে দেশের সাবেক ক্রিকেটারদের মিলনমেলা।
যেখানে উদ্বোধনী দিনের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পেয়েছে খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিকদের একমি স্ট্রাইকার্স ও মিনহাজুল আবেদিন নান্নু ও ফরিদ উদ্দিন মাসুদদের বৈশাখী বেঙ্গলস।
এক নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিমদের জেমকন টাইটানস ও খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিকদের একমি স্ট্রাইকার্স। এ ম্যাচে ১৮ রানে জিতেছে একমি স্ট্রাইকার্স।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৭০ বলে ৬ উইকেট হারিয়ে ১১২ রানের সংগ্রহ দাঁড় করায় একমি স্ট্রাইকার্স। জবাবে জেমকন টাইটানস তাদের ৭০ বলে ৪ উইকেট হারিয়ে করে ৯৪ রান। ফলে ১৮ রানের জয়ে টুর্নামেন্ট শুরু হলো রফিক-পাইলটদের।
ব্যাট হাতে একমির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন মাহবুবুল আলম রবিন। ঝড়ো ব্যাটে মাত্র ১৩ বলে ২ চার ও ৩ ছয়ের মারে এ রান করেন তিনি। এছাড়া মুশফিকুর রহমান বাবু ১৮ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। জেমকনের পক্ষে ৩২ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেও ম্যাচ জেতাতে পারেননি জাভেদ ওমন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের অলরাউন্ড পারফরম্যান্সে ব্যাটে-বলে দুর্বার ছিলেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ রফিক। প্রথমে ব্যাট হাতে ৩ ছয়ের মারে করেন ১৩ বলে ২২ রান। পরে বল হাতে ২.১০ ওভার অর্থাৎ ২২ বলে মাত্র ১০ রান খরচায় নেন ২টি উইকেট। তিনিই জেতেন ম্যাচসেরার পুরস্কার।
একই সময়ে দুই নম্বর মাঠে শুরু হওয়া ম্যাচে টস জিতে জাদুবে স্টার্স আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ৭০ বলে ৭ উইকেট হারিয়ে ৯১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন সজল চৌধুরী। এছাড়া এস এম গোলাম ফাইয়াজ ১৭ ও রফিকুল ইসলাম খান ১৬ রান করেন।
বৈশাখী বেঙ্গলসের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আলমগীর কবির। এছাড়া ২টি উইকেট নেন আনোয়ার হোসেন মনির।
দ্বিতীয় ইনিংসে ৯২ রান তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বৈশাখী বেঙ্গলস। ইনিংস সূচনা করতে নেমে ৩২ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ফরিদ উদ্দিন মাসুদ। এছাড়া ৩২ রান করে সাজঘরে ফেরেন মনিরুজ্জামান টিংকু, ৮ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নান্নু।
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ৪ উইকেট নেয়া আলমগীর কবির।
উল্লেখ্য, টেন ডট টেন নামের বিশেষ ফরম্যাটে হচ্ছে এই টুর্নামেন্টের খেলা। যেখানে প্রতি ইনিংস হবে ১০ ওভার ১০ বলের। স্বাভাবিক নিয়মে ১০ ওভারের পাশাপাশি ইনিংসের যেকোনো সময় একটি ওভার করা যাবে ১০ বলের। এছাড়া ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকাতে পারলে মিলবে ১০ রান।
Post a Comment