বিজ্ঞানের জন্য

করোনা পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর মাঝে নানাভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ১ হাজার ৫৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের। শনিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ১ হাজার ৫৪৪ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ ৮ জন কর্মকর্তা-কর্মচারী, ইউজিসির ৯ জন কর্মকর্তা, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের একজন আক্রান্ত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ১ হাজার ৪২৫ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এতে এখন পর্যন্ত মারা গেছেন ৫৭ জন শিক্ষক-কর্মকর্তা।

এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের একজন, ব্যানবেইজের ২৪ জন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ডের সাতজন, ঢাকা শিক্ষাবোর্ডের তিনজন, বরিশাল শিক্ষাবোর্ডের আটজন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ১২ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পাঁচজন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের ৩৫ জন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ছয়জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, নতুনভাবে আক্রান্ত হয়েছেন মাউশির ১০ জন, ঢাকা শিক্ষাবোর্ডের দুইজন, যশোর বোর্ডের সাত জন।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় আক্রান্ত ও মৃতদের পরিবারে দ্রুত সার্বিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী যারা মারা গেছে তাদের পরিবারের দ্রুত অবসর সুবিধাসহ যাবতীয় পাওনা প্রদান করা হবে। প্রত্যেক মাসের প্রথম কর্মদিবসে আক্রান্তদের রিপোর্ট প্রদান করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে সেই সভায়।

Post a Comment

Previous Post Next Post