জাতির পিতার জন্মশত বার্ষিকীর আয়োজন হিসেবে এই কর্মসূচি করছে ‘শস্য চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’।
এ উপলক্ষ্যে শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা সরকারির প্রাথমিক বিদ্যালয়ে শস্য চারা রোপনের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। শস্য রোপন উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকব আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এ সম্পর্কে জানতে চাইলে ‘শস্য চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’ এর উপদেষ্টা এবং কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র রাইজিংবিডিকে জানান, বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শস্য চিত্রে বঙ্গবন্ধুকে গিনেস বুকে স্থান দেয়ার জন্য গত বছরের মার্চ মাস থেকে আমরা কর্মসূচি হাতে নিয়েছি।
‘সোনালী এবং বেগুনী রংয়ের ধানগাছ দিয়ে জাতির পিতাকে আঁকতে চাই আমরা। ১’শ বিঘা জায়গার ওপর এটি হবে। এটা হবে বগুড়ায় শেরপুর উপজেলা ভবানীপুর ইউনিয়ের বারেন্দা গ্রামে।’
এজন্য বগুড়াকে বেছে নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এক’শ বিঘা জমি একসাথে পাওয়া কঠিন। ওই এলাকায় এই ব্যবস্থা হয়েছে।’
চায়না থেকে সোনালী ও বেগুনী রংয়ের এই ধানগাছ আমদানি করে পরীক্ষামুলক রোপন করেও দেখা হয়েছে জানিয়ে সমীর চন্দ্র বলেন, ‘গিনেস বুক অথরিটির সঙ্গে এই বিষয়ে সব ধরনের কথা হয়েছে, রেজিস্ট্রেশন করেছি।’
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে যাতে রেকর্ডটি হয় সেজন্য কাল (২৯ জানুয়ারি) চারা লাগনো হবে জানিয়ে কৃষক লীগের সভাপতি বলেন, ‘ধান গাছ নির্ধারণের কারণ বাঙালির প্রধান খাদ্য ভাত। মানুষের ভাতের অধিকার রক্ষা বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম-লড়াই করেছেন। কৃষকের প্রধান খাদ্য শস্যও ধান। সেজন্য ধানের শস্য প্রতিচ্ছবি হবেন বঙ্গবন্ধু।’
তিনি জানান, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী শস্য চিত্রে বর্তমানে যে রেকর্ডটি আছে সেটি চীনের। ৮ লক্ষ্য ৫২ হাজার বর্গফুট শস্য চিত্র। বঙ্গবন্ধুর শস্য চিত্রে যেটা হতে যাচ্ছে তা ১২ লক্ষ্য ৯২ হাজার বর্গফুটের বলে জানান সমীর চন্দ্র।
Post a Comment