বিজয় দিবস
সাকিব খান ইয়াসিন
বুকে প্রিয়জন হারানো নিঃশব্দ কান্না,
চোখে প্রতিবাদের তীগ্ন আগুন,,
পায়ে গুলি লেগে আছে ক্ষত বিক্ষত হয়ে'
তবু হাসি মুখে দেশের জন্য যাবো শহীদ হয়ে। যদি বেঁচে থাকি- উড়াবো লাল সবুজ পতাকা,
যদি শহীদ হয়ে যাই-
তবে হবো স্বাধীন বাংলার স্মৃতির একটি পাতা।
মোরা বন্ধুকের নলকে ভয় করিনা,
নিজের জীবনকে করি না পরোয়া "
আমরা চেয়েছি স্বাধীন বাংলা,
আমরা উড়িয়েছি লাল সবুজ পতাকা।
কত শিশু হয়েছে সেদিন অনাথ,
স্ত্রী হয়েছে বৃধবা
মুছে গেছে সীতির সিদুর,,
তবু বিজয়ের লক্ষে জনতা
রক্তে সাঁতরে গেছে বহুদূর!
মুজিবের তর্জনী আঙ্গুল তুলে বলা শ্রেষ্ঠ কবিতা
আজ আমরা পেয়েছি স্বাধীনতা।
উড়িয়েছি বিজয়ের পতাকা
পেয়েছি স্বাধীন বাংলা।
-----০----
Post a Comment