বিজ্ঞানের জন্য

সবাইকে ইংরেজি নব্বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদী পাঁচগাঁও গ্রামের কৃতি সন্তান আবদুল্লাহ আল মামুন। তিনি একাধারে লেখক, গবেষক, উপস্থাপক, সমাজকর্মী ও সাংস্কৃতিক সংগঠক।

আবদুল্লাহ আল মামুন এক শুভেচ্ছা বার্তায় বলেন-প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন, এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই, স্বপ্ন দেখি নতুন দিনের ।

প্রত্যয়, আশা, ভালবাসা, আবেগ, অনুভূত, অভিমান, সংশয়, দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার, আমাদের সবাইকে। ২০২০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয় আর যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক,এই শুভ কামনায়,সকলকে-২০২১ সালের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন। নতুন বছরের প্রতিটি দিন হয়ে উঠুক আরো অনেক বেশি সাফল্যময়।

Post a Comment

Previous Post Next Post