বিজ্ঞানের জন্য

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড.জিল্লুর রহমান জুয়েল মহোদয়কে পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক জনাব সোহেল রুশদী

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকা সাফল্যের ১৪তম বর্ষ পেরিয়ে ১৫তম বর্ষে পদার্পন উপলক্ষে মাস্কবিতরণ, প্রতিনিধি সম্মেলন, প্রতিনিধিদের মাঝে নবায়নকৃত আইডি কার্ড ও দোয়া অনুষ্ঠান বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানের ২য় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান জুয়েল।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো.জিল্লুর রহমান জুয়েল

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান জুয়েল বলেন, পত্রিকার নিয়মিত প্রকাশ করা চ্যালেঞ্জিং ও কঠিন ব্যাপার। আমি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী সাহেবের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। তিনি একজন পেশাদার সাংবাদিক। এ পত্রিকা বাইরের কোন অনুদানে প্রকাশিত হয়নি, সম্পাদক সাহেবের ব্যক্তিগত প্রচেষ্টায় নিয়মিত প্রকাশনা অব্যাহত আছে। এজন্যই আমি পাঠক হিসেবে আপনাকে অভিনন্দন জানাই। এ পত্রিকাটি পাঠকদের কাছে ব্যাপক গ্রহণ যোগ্যতা অর্জন করেছে। আর গ্রহণ যোগ্যতা অর্জন করার জন্য একটি টিম থাকা দরকার। সে টিম হচ্ছে চাঁদপুর খবর পত্রিকা পরিবারের সাংবাদিকবৃন্দ। আজকে এ শুভ প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী ভাইসহ পত্রিকাটির সকল সাংবাদিককে অভিনন্দন জানাই।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী

সভাপতির বক্তব্যে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকা সাপ্তাহিক হিসাবে ১০ বছর এবং দৈনিক হিসেবে ৪বছর অতিক্রম করছে। আজ দৈনিক চাঁদপুর খবরের সাফল্যের ধারাবাহিকতায় ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করছে। ২০০৬ সালে সাপ্তাহিক এবং ২০১৬ সালের ২২ ডিসেম্বর প্রাক্তন জেলা প্রশাসক মো: আবদুস সবুর মন্ডল স্যারের হাত ধরে দৈনিক হিসেবে যাত্রা শুরু করে। সে থেকেই আজও পর্যন্ত পত্রিকাটির প্রকাশনা নিয়মিত রয়েছে। আগামী দিনেও পত্রিকাটি নিয়মিত প্রকাশনা অব্যহত রাখতে সকলের প্রচেষ্টা ও সহযোগিতা লাগবে।

মাস্ক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড.জিল্লুর রহমান জুয়েল মহোদয়কে পত্রিকার পক্ষ থেকেকে ক্রেস্ট প্রদান করছেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক জনাব সোহেল রুশদী

পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, জনতা ব্যাংকের ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল কাদের হাজরা।
মাস্ক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড.জিল্লুর রহমান জুয়েল মহোদয়ের হাতে পত্রিকার পক্ষ থেকেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দিচ্ছেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক জনাব সোহেল রুশদী

মাস্ক বিতরণ অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ প্রত্রিকার সাংবাদিকবৃন্দ।

এসময় দৈনিক চাঁদপুর খবর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের পক্ষ থেকে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর পূর্বে অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল ১০টায় পত্রিকার সাংবাদিকদের নিয়ে প্রতিনিধি সম্মেলন শুরু হয়। প্রতিনিধি সম্মেলনে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রথম পর্বের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পত্রিকার সহকারি বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ।


প্রতিনিধি সম্মেলনে আগত সাংবাদিকদের একাংশ 
  
দৈনিক চাঁদপুর খবরের চীপ রির্পোটার সাইদ হোসেন অপু চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, পত্রিকার সহকারি সম্পাদক মো: আব্দুল গনি, মফস্বল সম্পাদক এম.এম কামাল, সহকারি বার্তা সম্পাদক আহম্মদ উল্ল্যাহ, সহকারি সম্পাদক এম.আই দিদার, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খান, সিনিয়র স্টাফ রির্পোটার গাজী মো: ইমাম হাসান, সিনিয়র স্টাফ রির্পোটার কাউছুল উল রাব্বি, হাজীগঞ্জ উপজেলার স্টাফ রির্পোটার সাইফুল ইসলাম সিফাত, স্টাফ রির্পোটার মো: রফিকুল ইসলাম পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলার স্টাফ রির্পোটার এস এম ইকবাল, হাইমচর উপজেলা প্রতিনিধি বিএম ইসমাঈল, মহামায়া স্টাফ রির্পোটার মো: মাসুদ হোসেন, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মো: নাঈম মিয়াজী, সিনিয়র স্টাফ রির্পোটার মো: আবদুল্লাহ শাকুর, কচুয়া উপজেলা প্রতিনিধি মো: ইসমাঈল হোসেন বিপ্লব, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুন হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন, পত্রিকার স্টাফ রির্পোটার সোলাইমান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাছুম আলম তালুকদার, সিনিয়র স্টাফ রির্পোটার মো: রানা সরকার, ম্যানেজার মানিক দাস, অফিস সহকারি মো: হযরত আলী।

প্রতিনিধি সম্মেলণের শুরুতে পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খান, চাঁদপুর জেলা শহরের সাংবাদিক, উপজেলা প্রতিনিধি ও উপজেলা সাংবাদিকদের পক্ষ থেকে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে তৃতীয় পর্বে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি ইকরাম চৌধুরী ও শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী’র রুহের মাগফেরাত কামনা করে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় দোয়া অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র উপস্থিতিতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দৈনিক খবরের সহকারি বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ।

Post a Comment

Previous Post Next Post