বিজ্ঞানের জন্য


শীতের আগমন

সাকিব খান ইয়াসিন


সবুজ এ পাতা যাইবে ঝড়ে

অগ্রহায়নের হীমেল বাতাসে

শিশির জলে সবই ঢেকে যাবে

অগ্নি শিখা জ্বালিয়ে ব্যস্ত রবে লোকে,

শুধু শীতের কাছ থেকে

নিজেকে লুকাবে  বলে।


সূর্যটা কুয়াশার পর্দা ভেদ করে

কিরন দিতে না জানি কত সময় ঝড়ে যাবে!

রেল লাইনের ধারে বসে থাকা ঐ

অসাহায় গরীবের কাছে

শুধু মাত্র সূর্যটাই শেষ আশ্রয় হবে।

বৃদ্ধা মানুষের জন্যে এ শীত

কতই যে যন্ত্রনা হতে পারে!


খাজুরের রসে খুব সকালে

যেন এক উৎসব যায় বসে,

পরিবারকে সাথে নিয়ে

ভাপা পিঠা আর খেজুরের রসে

উৎসবে মেতে উঠবে সকলে।

(সমাপ্ত)

Post a Comment

Previous Post Next Post