সবুজ গ্রাম
সাকিব খান ইয়াসিন
রাখালের বাসির সুরে
আমি হারিয়ে যাই
কোনো দূর অচিন সোনার রাজ্যে ,,
নিস্তব্দ এ মাঠের এক কোনে বসে
আমি শুধু পাই দেখিতে
কতই যে সুখ ছুটে বেড়ায় চারদিকে।
এ গ্রামে ছড়ানো সুখ গুলোকে
আর পাওয়া যাবে কোনবা দেশে?
নদীর তীরে জারুলের ডালে-
পাখিদের গান শুনি রে সকাল আর বিকেলে?
মাঝিদের পাল তোলা নৌকা দিয়ে
আমি গেয়ে যাই গান রোজ দুপুরে।
আমার এ সবুজ গ্রামে
সুখ ছড়িয়ে আছে চারপাশে।
Post a Comment