বিজ্ঞানের জন্য


৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না হলেও প্রত্যেককে সপ্তাহে তিনটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। অনলাইন কিংবা অভিভাবকের মাধ্যমে এ অ্যাসাইনমেন্ট স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত পাঠ্যসূচি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া হয়েছে। এর বাইরে শিক্ষার্থীদের কোন ধরনের বাড়ির কাজ দেয়া যাবে না। অ্যাসাইনমেন্ট সম্ভব হলে অনলাইনে জমা দেবে শিক্ষার্থীরা। সেটি না হলে অভিভাবক বা অন্য কোনো প্রতিনিধি স্কুলে গিয়ে জমা দেবেন।

বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের এই অ্যাসাইনমেন্ট করতে হবে। করোনার কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বাতিল হয়েছে মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা। শিক্ষার্থীদের অটো প্রমোশন দেয়া হচ্ছে। আর এই অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা হবে।

রোববার এ সংক্রান্ত সাতটি নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ নির্দেশনাসমূহ-

১. প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের ৩টি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

২. নির্ধারিত বিষয়সমূহের প্রস্তাবিত অ্যাসাইনমেন্ট জমা নেয়া, মূল্যায়ন করা, পরীক্ষকের মন্তব্যসহ শিক্ষার্থীদের তা দেখানো এবং প্রতিষ্ঠানে সেটি সংরক্ষণ করার কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

৩. ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির প্রতিটি শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে।

৪. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সকল মূল্যায়ন রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

৫. অ্যাসাইনমেন্টের আওতায় ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, প্রতিবেদন প্রণয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

৬. শিক্ষার্থীদের এটি সাদা কাগজে নিজের হাতে লিখে জমা দিতে হবে।

৭. অভিভাবক বা তার প্রতিনিধি স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতি সপ্তাহে একদিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে এবং তা জামা দেবে।

Post a Comment

Previous Post Next Post