কাতার প্রবাসী মাহবুব
----
দিকে দিকে আজিকে মানুষের মনে
আনন্দ মুখরতার খুশির ঝিলিক...
আজ যে বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসসালামের জন্মদিন।
চাওয়া পাওয়া ও ভণ্ডামির উর্ধ্বে থাকা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মানবের প্রতি...
জেনে রেখো; মনে রেখো - পুরো মানব জাতির আছে কিন্তু অনেক অনেক ঋণ।
সারা দুনিয়া থেকে যখন
--------------------------------
সুনীতি ও সুবিবেচনা নির্বাসিত; স্বীকৃত আসমানী কিতাবগুলো বিকৃত; চারিদিকে হতাশা ও নৈরাশ্যের গল্প বুননের কাজ চলছিল:
হে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লালাহু আলাইহে ওয়াসসালাম তখন তুমি এলে ধরার ধুলিতে...
মানব জাতির আশির্বাদ রূপে।
সারা আরব জুড়ে যখন
--------------------------------
আইয়ামে জাহেলিয়াতের যুগের অন্ধকার
সময় ছিল; মানুষগুলো আল্লাহর পথ ভুলে
ও ছেড়ে অসত্য, অবিশ্বস্ততা, অসভ্যতা ও
হটকারিতার পথে চলছিল; নারীর অবস্থান
ছিল সর্বনিম্নে:
হে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসসালাম তখন তুমি এলে আরবের বুকে...
প্রকৃত সত্য সন্ধানী রূপে।
গুরুর গুরু গুরুজী; আমার প্রিয় নবীজী:
-----------------------------------------------------
তুমিই একমাত্র প্রকৃত মানুষ যে কিনা আজন্ম ছিলে সত্যের সন্ধানী ; তুমিই সেই
বিশ্বনেতা বীর যে কিনা চাওয়া পাওয়া ও ভণ্ডামির উর্ধ্বে থাকা দুনিয়ার একমাত্র রাষ্ট্রনায়ক ও ধর্মগুরু। এ দুনিয়ায় এসেছিলে তুমি...
আল্লার প্রিয় হাবিব রূপে।
জানি ও মানি প্রিয় নবীজী তুমি:
-----------------------------------------
নবীকুলের শিরোমণি ; আল্লাহর সব থেকে
প্রিয় বান্দা ও রাসুল। তুমি এসেছিলে এ দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো হয়ে...
মানবতার মুক্তি দূত রূপে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হে বিশ্বনবী:
--------------------------------------------------
তুমি ছিলে সহিষ্ণুতার প্রতিক; ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলে তুমি সব মানুষকে। অসত্য, অকল্যাণ ও অসহিষ্ণুতার পথ থেকে যোজন যোজন দূরে থাকা সেই তুমিই মানুষকে ডাক দিয়েছিলে শান্তি ও স্থিতিশীল সমাজ গঠণের জন্য...
একমাত্র শুদ্ধাচারী নবী রূপে।
বিশ্ব শ্রেষ্ঠ শেষ পয়গম্বর হে প্রিয় নবী (সঃ)
---------------------------------------------------------
আজ সেই দিন যেই দিনে...
তোমার নুরের আলোতে আলোকিত হয়েছিল সারা দুনিয়া।
আজ সেই দিন যেই দিনে...
তোমাকে হারিয়েছে তোমার প্রিয় বিশ্ববাসী।
আজিকার এই দিনে তাই...
প্রিয় নবী (সঃ) তোমার উপর পড়ি বেশি বেশি
দরুদ এবং তোমাকে জানাই লাখো সালাম।
তুমি আছো অন্তরে সবার আদর্শিক কাণ্ডারি
রূপে; বুকে আছে মোর পবিত্র পাক কালাম।
Post a Comment