কাউছার খান // জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোক ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজোয়ান এর সভাপতিত্বে সাধারন সম্পাদক নাছির উদ্দিন গাজীর সঞ্চালনায় টেলিকন্ফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি। তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের সাজা দিয়ে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চেষ্টা অব্যাহত আছে। করোনাকালে ছাত্রলীগের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।"
তিনি বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে নিয়োজিত রাখার আহ্বান জানান।
উক্ত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়রপ্রার্থী অ্যাড.জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মাননীয় শিক্ষামন্ত্রী স্থানীয় প্রতিনিধি অ্যাড.সাইফুদ্দিন বাবু, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড.হুমায়ুন কবির সুমন, সদস্য মোরশেদ আলম মিয়া,চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি, সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রবিন। উক্ত শোকসভায় চাঁদপুর সদর উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment