বিজ্ঞানের জন্য

নদীমাতৃক এ দেশে বর্ষায় নৌকা করে মাঝিরা এক গাঁ থেকে অন্য গাঁয়ে যাত্রাপথে পল্লীগীতি, ভাটিয়ালি, বাউল গান গাইত। ডাকাতয়া নদীর অসাধারণ একটি দৃশ্য। নদী, নৌকা ও আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য-বড়ই চমৎকার এই দৃশ্যটি। এমন একটি দৃশ্যের জন্য এর আলোকচিত্র মোঃ সাইদুল হাসানকে ধন্যবাদ। ডাকতিয়ায় নৌকায় করে কিশোরদের বিকেলের আড্ডা।


মোঃ সাইদুল হাসান

Post a Comment

Previous Post Next Post