বিজ্ঞানের জন্য

প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। সবাই চায় পৃথিবীর সুন্দর স্থানগুলো ভ্রমণ করতে। আমাদের আশেপাশের ইট-সিমেন্ট-পাথরের ইমারতগুলো দেখতে দেখতে আমরা নিজেরাই কেমন যেন যান্ত্রিক হয়ে পড়েছি।

মনের ভেতরেও বাসা বাঁধে কাঠিন্য। তাই হয়তো আমাদের ঘুরে বেড়ানোর স্থান হিসেবেও পছন্দ করে নিই কোনো যান্ত্রিক শহর, যেখানে রয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধা। কারণ আমরা স্বভাবতই আরাম প্রিয়।
পুকুরে গোসল করার মজাই আলাদা। সেই আনন্দ যে উপভোগ করছে ইনি এটা বোজা যায় তার চেহারায় ।

No description available.

ভরা বর্ষায় চাঁদপুর বড় স্টেশন মোলহেড (পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া তিন নদী এসে মিলেছে এখানে।)

চারপাশ থেকে প্রবাহিত হচ্ছে তীব্র স্রোত। ভয়ঙ্কর ওই ঘূর্ণিপাকে কিছু পড়লে তার আর হদিস মেলে না। এমনকি বড় বড় যাত্রীবাহী লঞ্চও তলিয়ে গেছে এখানে, যেগুলোর সন্ধান কোনোদিনই আর পাওয়া যায়নি। এটি চাঁদপুরের ত্রিনদীর সঙ্গমস্থল, যেটি স্থানীয়ভাবে কোরাইলার মুখ নামেও পরিচিত।

No description available.

শাহতলী ডটকমের পাঠবদের উদ্দেশে মোঃ তোফায়েল আহমেদ এর ক্যামেরায় কিছু গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হলো..
No description available.

No description available.

No description available.

মোঃ তোফায়েল আহমেদ

Post a Comment

Previous Post Next Post