চিরনিদ্রায় শায়িত হলেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক ইকরাম চৌধুরী।
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকরাম চৌধুরী আজ শনিবার ৮ আগস্ট ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, পরিবারের আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
ইকরাম চৌধুরি চ্যানেল আই ও জাগো নিউজের চাঁদপুর প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছিলেন।
সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ১ম নামাজের জানাজা দুপুর সাড়ে ৩ টায় প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় চাঁদপুর প্রেসক্লাবসহ সর্বস্তরের সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।
জানাজা পূর্বে নিজেদের আবেগ অভিব্যক্ত ও ভালবাসায় শেষ শ্রদ্ধা জানান চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ও জেলা টেলিভিশন ফোরাম, ফটোজার্ণালিস্ট এসোসিয়েশন। মোবাইলে মরহুমের স্মরণে দু কথা বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম পি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম এবং জাগো নিউজের সম্পাদক মহিউদ্দিন সরকার।
এরপর বাদ আছর চাঁদপুর সরকারী কলেজ মাঠে ২ য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের মরহুমের স্মরণে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওছমান গণি পাটোয়ারী প্রমুখ। স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গিয়ে ৩য় জানাজার নামাজ পড়তে হয়। জানাজা শেষে মরহুম ইকরাম চৌধুরীকে চাঁদপুর পৌর কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।
উনার মৃত্যুতে আমরা শাহতলী-ডটকম পরিবার গভীরভাবে শোকাহত।
সর্বপরি আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত ও সর্বোত্তম জান্নাত কামনা করছি।,,,,,,,আমীন।
চাঁদপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত মরহুম ইকরাম চৌধুরীর জানাজার নামাজ |
ইকরাম চৌধুরি চ্যানেল আই ও জাগো নিউজের চাঁদপুর প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছিলেন।
সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ১ম নামাজের জানাজা দুপুর সাড়ে ৩ টায় প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় চাঁদপুর প্রেসক্লাবসহ সর্বস্তরের সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।
জানাজা পূর্বে নিজেদের আবেগ অভিব্যক্ত ও ভালবাসায় শেষ শ্রদ্ধা জানান চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ও জেলা টেলিভিশন ফোরাম, ফটোজার্ণালিস্ট এসোসিয়েশন। মোবাইলে মরহুমের স্মরণে দু কথা বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম পি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম এবং জাগো নিউজের সম্পাদক মহিউদ্দিন সরকার।
ইকরাম চৌধুরীর ১ম নামাজের জানাজা |
উনার মৃত্যুতে আমরা শাহতলী-ডটকম পরিবার গভীরভাবে শোকাহত।
সর্বপরি আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত ও সর্বোত্তম জান্নাত কামনা করছি।,,,,,,,আমীন।
Post a Comment