এক শুভেচ্ছা বার্তায় ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ বিলাল হোসাইন বিপ্লবী বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আজহার শুভেচ্ছা।
তিনি আরও জানান, বিশ্বব্যাপী করোনা মহামারীর কারনে এবছর হয়তো বিগত বছরগুলোর মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করা সম্ভব হবে না, তবুও আমরা সবাই মিলে মাস্ক পরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ঈদের আনন্দ ভাগ করে নিবো।
তিনি সবার সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন। সকলকে অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
উপাধ্যক্ষ মোহাম্মদ বিলাল হোসাইন বিপ্লবী কলেজের চাকুরির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।
তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য
ঢাকা।
এবং
আহবায়ক, বন্ধ ফ্রেন্ডস ক্লাব ২০০৮,
শাহতলী, চাঁদপুর।
সহ-সভাপতি, চাঁদপুর জেলা ছাত্র ফোরাম, ঢাকা।
সহ-সভাপতি আল-হেরা ইসলামী পাঠাগার মোল্লার বাজার শাহতলী, চাঁদপুর ।
সাংগঠনিক সম্পাদক শাহমাহমুদপুর ইউনিয়ন ফাউন্ডেশন, সদর, চাঁদপুর।
প্রচার ও প্রকাশনা সেক্রেটারি, লিগাল সলিউশন, ঢাকা।
Post a Comment