বিজ্ঞানের জন্য

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা থেকে ২০২০ দাখিল কেন্দ্রীয় পরীক্ষায় মোহাম্মদ তানভীর খান জিপিএ ৫ (এ প্লাস) পেয়েছে । তার পিতা প্রবাসী মোঃ হেলাল খান, মাতা- তাহমিনা আক্তার। এবং তার রোল নং ২৮৬৭৮২।

মোহাম্মদ তানভীর খানের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রামে।
তানভীর খান পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন যাবত শাহতলী ডটকমের একজন সম্মানিত এডমিন (ফটোগ্রাফার) হিসেবে কাজ করে আসছেন। তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার প্রতি ডটকম পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানোর সাথে সাথে তার উজ্জ্বল ভবিষ্যত কামনায় আজ বিকেলে ডটকমের প্রধান এডমিন এম.এ.শাকুর তাকে মিষ্টিমুখ করান।

কৃতি মোহাম্মদ তানভীর খান এক প্রতিক্রিয়ায় জানান, এ সাফল্যজনক কৃতিত্ব অর্জনের জন্য সে তার মাদরাসা শিক্ষক মন্ডলি, পরিচালনা পরিষদ ও তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন। এবং সে ভবিষ্যতে একজন আদর্শবান আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চান। এ জন্য তানভীর খান সকলের নিকট দোয়া প্রার্থী।

উল্লেখ্য, এবছর শাহতলী কামিল মাদরাসা থেকে মোট ৩৮জন পরীক্ষার্থীর মধ্যে ৩জন জিপিএ-৫সহ সকলেই সাফল্যের সাথে পাশ করেছে। এর মধ্যদিয়ে মাদরাসা শতভাগ পাশের সুনাম অর্জন করেছে।

এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদের সকলের প্রতি প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিংবডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী, অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনসহ গভর্নিংবডির সদস্য ও শিক্ষকবৃন্দ।

1 Comments

Post a Comment

Previous Post Next Post