রিক্তশূণ্য হাহাকার
মুন্নী আক্তার
সন্তান লালন করছো মাগো
অনেক সাধনায়,
বড় হয়ে রাখবে সুখে
এইনা বাসনায়।
ব্যস্ত ছেলের মুখে মাগো
তোমার কথা না রোচে,
অভূক্ত আর শীর্ণ দেহে
দুঃখ তোমার না গোচে।
নির্বোধ অধমের জন্য মাগো
করেছো পন্ডশ্রম,
অবশেষে ঠিকানা তোমার মাগো
হলো বৃদ্ধাশ্রম।
তাকিয়ে থাকো কেন মাগো
পাখিদের ঐ নীড়ে??
পাখিরা সব আসবে ফিরে মাগো
আসবেনা তোমার ছেলে!
Post a Comment