'হেলাল'
মোহাম্মদ আরমান হোসাইন
তোমাকে কত খুঁজি,
তবুও দেওনা দেখা।
রাতের আধারে তুমি হীনা
আমি যে বড় একা।
বন্ধু ভেবে তোমার কাছে
সুখ -দুঃখের কই কথা।
সবার মত তুমিও আমায়
মাঝে মাঝে দাও ব্যাথা।
মেঘের ভিতর লুকিয়ে থেকে,
কর লুকোচুরি খেলা।
হঠাৎ হঠাৎ ভীষন কাদাঁয়
তোমার সে অবহেলা।
আজকে আবার আসলে সেজে,
নতুন রুপে বন্ধু হেলাল।
সেই রুপেরই ঝলকানিতে
উঠলো হেসে গাছেরই ডাল।
চিকচিক করে ডাকির জল
পেয়ে তোমার আলো,
বৃদ্ধ -কিশোর সবাই বলে
এই না লাগে ভালো।
Post a Comment